‘লহু’ সিরিজ

‘লহু’ সিরিজে শুভর নায়িকা সোহিনী

‘লহু’ সিরিজে শুভর নায়িকা সোহিনী

ঢালিউডের তারকা অভিনেতা আরিফিন শুভ। ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা মুক্তির পর যেন বাতাসে ভাসছেন তিনি। গত শুক্রবার ঘোষণা দিয়েছেন নতুন সিনেমা ‘নীলচক্র’র। তিনদিন যেতে না যেতেই জানা গেল নতুন খবর। এবার ঢাকার সিনেমায় নয়, কলকাতায় উড়াল দিচ্ছেন এই অভিনেতা। কলকাতায় ‘লহু’ শিরোনামে এক ওয়েব সিরিজে চুক্তিবদ্ধ হয়েছেন আরিফিন শুভ। এ সিরিজে শুভর বিপরীতে দেখা যাবে ওপার বাংলার ওটিটি কুইন সোহিনী সরকারকে। আর সিরিজটি পরিচালনা করছেন রাহুল মুখার্জী। যিনি এর আগে ‘কিশমিশ’ ও ‘দিলখুশ’ নামে দুইটি সিনেমা পরিচালনা করেছেন।